প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগারদের লক্ষ্য ১৭০

শুরুতে ঝড় তুলেন জেসন রয় ও ড্যান হিউজ। মাঝে রানের গতিতে কিছুটা বাধ দিতে পেরেছিল বাংলাদেশ। শেষ দিকে আবার চালিয়েছেন জর্ডান সিল্ক। মাশরাফিদের সামনে লক্ষ্য ১৭০।
নর্থ সিডনি ওভালে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলেছে সিডনি সিক্সার্স। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলছে ক্রিকেট বোর্ড একাদশ নাম নিয়ে।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে থাকা মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হেইজেলউডদের বাদ দিলে সিক্সার্স খেলাচ্ছে তাদের মূল দলটিকেই। নেতৃত্ব দিচ্ছেন ইয়োহান বোথা। দুই বিদেশি ক্রিকেটার জেসন রয় ও স্যাম বিলিংসের সঙ্গে খেলছেন ব্র্যাড হাডিন, শন অ্যাবটরা।

সিক্সার্সকে উড়ান্ত সূচনা এনে দিন জেসন রয় ও ড্যান হিউজ। প্রথম ওভারে রান ছিল ৫। দ্বিতীয় ওভার থেকেই ঝড়ের শুরু। ক্রমে বাড়তে থাকে তীব্রতা।

bd-cricket

তৃতীয় ওভারে শুভাশীষ রায়কে বিশাল ছক্কায় ওড়ান রয়। ইংলিশ ব্যাটসম্যান ওই ওভারে মারেন আরও দুটি চার। পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুতই রয়কে ছাড়িয়ে যান হিউজ।

পাওয়ার প্লের মধ্যে স্পিনার তাইজুল ইসলামকে আক্রমণে এনেও লাভ হয়নি। ৬ ওভারে সিক্সার্স তুলে ফেলে ৬৪ রান!

বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় এর পরই। ৩১ বলে ৪৭ রানে এলবিডব্লিউ হন হিউজ। তিনে নেমে ব্র্যাড হাডিন শুরু করেন ছক্কায়। তবে শেষও ওখানেই। সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যানকে ফেরান তাইজুল।

রয় অবশ্য নিজের চেহারাতেই ছিল। তাইজুলকে একটি ছক্কায় বল ফেলেন মাঠের বাইরে। একাদশ ওভারেই শতরান ছুঁয়ে ফেলে সিক্সার্স।

এরপর থেকেই বাংলাদেশের ফেরার শুরু। ২৩ বলে ৪২ রান করা রয়কে ফেরান তাসকিন আহমেদ। আরেক ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংস ফিরে যান ৪ রানে। বাউন্ডারিতে দারুণ এক ক্যাচে অধিনায়ক ইয়োহান বোথার বিদায় ৫ রানে। সিক্সার্সের রান তখন ৫ উইকেটে ১১৫।

সেখান থেকে দকে এগিয়ে নেন জর্ডান সিল্ক। শেষ ওভারে আউট হওয়ার আগে ২৯ বলে ৩৫ করেন সিল্ক। শেষ দিকে ছক্কা আসে অ্যাবটের ব্যাট থেকেও। সিক্সার্স তাই গড়তে পারে চ্যালেঞ্জিং স্কোর।

LEAVE A REPLY