ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ায় আজ প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে কাঙ্খিত জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। প্রতিপক্ষের দেওয়া ১৬৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
বাংলাদেশের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল সৌম্য সরকার। এছাড়া তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট।
বুধবার বাংলাদেশ সময় দুপুরে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মাশরাফি বাহিনী। ব্যাটিং শুরুটা ভালো করলেও বাংলাদেশের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলতে সমর্থ হয় সিক্সার্স। তবে বাংলাদেশের ইনিংসের সময় বৃষ্টি হানা দেয় মাঠে। ঘন্টাখানেক খেলা বন্ধ থাকার পর বাংলাদেশের সামনে নতুন টার্গট দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। তবে ১ ওভার বাকী থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টিম টাইগার।
শুরুতে ভালো ওপেনিং জুটি উপহার দেন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। প্রথম ওভারে ১৭ রান তুলে ফেললে সিক্সার্সদের মনোবলে চিড় ধরে। ২৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান ইমরুল। এরপর দলীয় ৩৭ রানের মধ্যেই ফিরে যান সাব্বির এবং অপর ওপেনার সৌম্য। তবে মুশফিক এবং নির্ভরতার প্রতিশব্দ মাহমুদ উল্লাহ মিলে হেসেখেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নর্থ সিডনি ওভালে আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন সিক্সার্সের দুই ওপেনার। শেষ পর্যন্ত কাঙ্খিত ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক মাশরাফি। ম্যাশের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান হিউজ (৪৭)। এরপর থেকেই বাংলাদেশি বোলারদের আধিপত্য বহাল থাকে। তাইজুল ইসলাম তুলে নেন ব্রাড হ্যাডিনের উইকেট। টাইগারদের বোলিং তোপে ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে সিক্সার্স।
তরুণ স্পিডস্টার তাসকিন তুলে নেন জেসন রয়ের উইকেটটি (৪২)। তাসকিনের দ্বিতীয় শিকার হন স্যাম বিলিংস। শেষে টেল এন্ডারদের ব্যাটে ভর করে লড়াই করার মত স্কোর গড়ে সিক্সার্স।