নিউজিল্যান্ড সিরিজের আগে অস্টেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী। প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক। আর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান করেছে সিডনি সিক্সার্স। জয়ের জন্য মাশরাফিদের লক্ষ্য ১৭০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার রয় ও হিউজ শুরু থেকেই টাইগার বোলারদের ঝড় তোলেন। পাওয়ার প্লের ৬ ওভারে তুলে নেন ৬৪ রান। ব্যক্তিগত ৪৭ রান করে সাজঘরে ফেরেন হিউজ। এরপর ৬ রান করে তাইজুলের বলে আউট হন হাডিন।
এরপর শুরু থেকে ঝড় তোলা রয় ৪২ রান করে তাসকিনের বলে সাজঘরে ফিরে যান। দ্রুত বিলিংস ও অধিনায়ক বোথা সাজঘরে ফিরলে কিছুটা চাপে পরে সিডনি। শেষ দিকে জর্ডান সিল্ক ৩৫ রান করলে ১৬৯ রানের সংগ্রহ পায় সিডনি সিক্সার্স।