নারায়ণগঞ্জে মলদ্বারে বাতাস দিয়ে শিশু হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সুতা তৈরির একটি কারখানায় মলদ্বারে বাতাস ঢুকিয়ে এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটার দিকে। নিহত আলামিন (১৪) সোনারগাঁওয়ে ‘বি আর স্পিনিং মিল’ এ কাজ করতেন।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের বলেন, কারখানায় কাজ শেষে আলামিন ও সজীব হাওয়া দেওয়া মেশিন দিয়ে একজন আরেকজনের শরীরে লেগে থাকা তুলা ছাড়াচ্ছিলেন। এক পর্যায়ে সজীব আলামিনের পিছনে দিকে মেশিন ধরলে তীব্র বেগে হাওয়া তার মলদ্বারে ঢুকে পড়ে। গুরুতর আহত অবস্থায় আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সজীবকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

LEAVE A REPLY