যশোর উপশহর থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, বুধবার রাতে কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে করা হয়েছে। ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।