সোসাইটিনিউজ ডেস্ক:
ঠাকুরগাঁও চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
মিল কর্তৃপক্ষ জানান, চলতি মৌসুমে ১ লাখ ১০ হাজার মে.টন আখ মাড়াই করে ৭,৯৭৫ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিল চালু থাকবে ৭৫ দিন।
আখ মাড়াই উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন এমপি ছাড়াও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহঃ সাদেক কুরাইশী, আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি ইউনুস আলী প্রমূখ। সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও চিনিকলের পূর্বের ২,৭০৯ মে.টন চিনি অবিক্রিত রয়েছে।
সূত্র: বাসস