ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ইনকোর্স পরীক্ষার নম্বর আটকে রেখে তা ব্যবহার করে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি স্নাতকোত্তরের ওই ছাত্রী অভিযোগ করার পর প্রভাষক অমিতাভ বিশ্বাসকে ক্লাস নিতে বারণ করা হয়েছে বলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার বলেন, “ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সিঅ্যান্ডডি কমিটি সর্বসম্মতিক্রমে ওই শিক্ষককে বিভাগের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বিরত রাখার সিদ্ধান্ত নেয়। শিক্ষককেও তা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।”

ছাত্রীর অভিযোগের অনুলিপিসহ তার দেওয়া তথ্য-প্রমাণাদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের কর্মকর্তারা জানান, ওই ছাত্রী শিক্ষক অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর গত ২১ নভেম্বর সিঅ্যান্ডডি কমিটির সভায় সাময়িকভাবে তাকে শিক্ষা কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে কথা বলার জন্য শিক্ষক অমিতাভের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, “ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আমরা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।” সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

LEAVE A REPLY