‘বিনা বিচারে’ আটক থাকা আরও ৭ জনকে হাজিরের নির্দেশ

বিনা বিচারে এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে থাকা এক গারো তরুণসহ সাতজনকে আগামী বছরের ২৪ জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

একইসঙ্গে তাদেরকে কেন জামিন দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

ওই সাতজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ডবাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন।

তারা সবাই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি রয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল ওই সাতজনকে নিয়ে প্রতিবেদন প্রচার করে। প্রচারিত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান। এরপর আদালত আদেশ দেন।

 

LEAVE A REPLY