সোসাইটিনিউজ ডেস্ক: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও একজন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জন নিহত ও আটজন আহত হন।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই লেগুনার যাত্রী। হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে।