গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে এক নারীসহ ৬ যাত্রী নিহত ও আরো অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে সাতটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতরা হলেন, নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২) ও নাজমুল হক (৪০)।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারী।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন ও স্থানীয়রা জানায়, সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বন্দরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় এক নারী ও লেগুনা চালকসহ ৬ জন নিহত ও অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।