ছাত্রলীগের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার উদ্যোগে এক সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর প্রথম দিনের কর্মসূচী সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা টাওয়ার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এম.সাইফুর রহমান সোহাগ ।

অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন ছাত্রলীগের ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সাধারন সম্পাদক পার্থ সারথী দাস।

এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. কাজী মাহবুব,আসাদুজ্জামান আসাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব, স্বাস্থ্য বিষয়ক উপসম্পাদক ডা. ইফাজ সামিহ্, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগ প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে। ঢাকা চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগ তারই ধারাবাহিকতা রক্ষা করবে বলে আশা করি। এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধিক ছিন্নমূল ও গরীব মানুষের মাঝে কম্বল ও অন্য শীতবস্ত্র দেওয়া হয়।

এছাড়া আগামী পুরো স্প্তাহব্যাপী প্রায় এক হাজার গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক ডা. ইফাজ সামিহ্।

তিনি বলেন, ছাত্রলীগ প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রাথমিক অবস্থায় ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার উদ্যেগে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় এক হাজার ছিন্নমূল মানুষের মধ্য এ বস্ত্র বিতরণ করা হবে।

অনুষ্ঠানের সঞ্চালক ও ছাত্রলীগের ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সাধারন সম্পাদক পার্থ সারথী দাস বলেন, ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের সমস্যা সমাধানে পাশে এসে দাড়িয়েছে। সেই আলোকেই আমরা ছিন্নমূল ও গরীব মানুষের মধ্য কম্বল বিতরণের উদ্যেগ নিয়েছি। আগামীদিনে আরো বিশাল পরিসরে এই ধারা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY