জাবিতে উনচল্লিশের র‌্যাগ রাজা জুবায়ের, রানী জয়া

তহিদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, জাবি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসবের (র‌্যাগ উৎসব) রাজা হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের রহমান ও রানী হিসেবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী জয়া চাকমা নির্বাচিত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার শাওন জোয়ার্দার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট প্রায় ১ হাজার ৬০০ জন ভোটার এর মধ্য থেকে ৭৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে জুবায়ের রহমান ৪৫৭ ভোট পেয়ে রাজা নির্বাচিত হন। তিনি তার প্রতিদ্বন্দ্বী নাহিদ-ই-রাকীবকে ১৪৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। অপরদিকে রানী জয়া চাকমা পেয়েছেন ৪৮৭ ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী লাইলা ফেরদৌসকে ২১১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ভোট বাতিল হয় ৮টি।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাচটির র‌্যাগ উৎসব উপলক্ষে জাকসু ভবনে ভোট গ্রহণ চলে। এতে ৩৯ তম আবর্তনের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আগামী ৭ ও ৮ জানুয়ারি ৩৯ তম আবর্তনের এ র‌্যাগ উৎসব অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY