হায়দরাবাদের হয়েই মাঠ মাতাবেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম আসরেই জাত চিনিয়েছেন মুস্তাফিজ। প্রথমবার খেলতে গিয়েই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপার স্বাদ পেয়েছেন এ বামহাতি পেসার।

বল হাতে আগুন ঝরিয়ে প্রতিপক্ষের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন। জিতেছিলেন নবম আসরের সেরা উদীয়মান তারকার পুরস্কার। শিকার করেছিলেন ১৭টি উইকেট।

তাই তো পরের আসরেও মুস্তাফিজকে হায়দরাবাদেই রাখছেন ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। খবর জি নিউজের।

ফ্রাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় ছেড়ে দেয়ার জন্য ১৫ ডিসেম্বর সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে দলগুলো ৪০জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তবে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ দ্য ফিজকে নিজেদের দলে রেখেছেন।

গত আসরে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল হায়দরাবাদ।

এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২০১১ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন সাকিব।

LEAVE A REPLY