২০১৭ আইপিএলে যারা খেলতে পারবেন না

২০১৭ আইপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানোর কোনো সুযোগ রাখা হবে না সেটা জানাই ছিল। এই বছরের মতো ৬৩ কোটি রুপিতেই আগামী আইপিএলের দল সাজাতে হবে টি২০ ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তাই বাজেট ঠিক রাখতে ২০১৬ আইপিএলে পারফর্ম করতে ব্যর্থ হওয়া খেলোয়াড়দের বাদ দেওয়াটা আবশ্যিক ছিল।

চলতি বছরের ১৫ ডিসেম্বর ছিল খেলোয়াড়দের বাদ দেওয়ার শেষ তারিখ। তাই নির্ধারিত তারিখের মধ্যেই সব ফ্র্যাঞ্চাইজিগুলোই বাদ দিয়েছে নিজেদের কিছু সংখ্যক খেলোয়াড়কে। আর এই বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও।

সব মিলিয়ে টুর্নামেন্টের আট দল মিলে বাদ দিয়েছে প্রায় ৪০ খেলোয়াড়কে ! কেভিন পিটারসেনকে বাদ দিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল পুনে সুপারজায়ান্টস, গত আইপিএলে আট দলের মধ্যে সপ্তম অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি। পুনে থেকে বাদ পড়েছেন ইশান্ত শর্মা, ইরফান পাঠান, মরগান, অশ্বিনরাও।

কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মরকেলকে। মরকেলের সঙ্গে এই দল থেকে আরও বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং নিউজিল্যান্ডের কলিন মানরো। এ বছর শিরোপা জয়ে সানরাইজার্স হায়দরাবাদের তুরুপের তাস ছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে হাতছাড়া করেনি দলটি। তবে চ্যাম্পিয়নরা বাদ দিয়েছে ইংল্যান্ড দলের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান, আশিষ রেড্ডি, তিরুমালাশেঠি সুমনকে। রাজকোট লায়ন্স দল বাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকান গতিতারকা ডেল স্টেইনকে।

গত বছর স্টেইনকে তার প্রাথমিক মূল্য দুই কোটি রুপিতে কিনেছিল দলটি। স্টেইনের পাশাপাশি স্থানীয় বেশ কয়েকজন ক্রিকেটারকেও বাদ দিয়েছে রাজকোট। মুম্বাই ইন্ডিয়ান্স, রয়াল চ্যালেঞ্জার্স এবং দিলি্ল ডেয়ারডেভিলস দল কোন কোন বড় খেলোয়াড়কে বাদ দিয়েছে, সে ব্যাপারে তেমন কোনো তথ্য জানা যায়নি।

LEAVE A REPLY