মুম্বইয়ের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রণব ধনওয়াড়ে কে মনে আছে? মুম্বইয়ের ক্রিকেটার যিনি স্কুল ক্রিকেটে এক ইনিংসে ১০০৯ রান করেছিলেন এ বছরের গোড়ায়। তিনিই প্রথম ক্রিকেটার যিনি এই রেকর্ড করেন। এই তরুণ ক্রিকেটারকে পিটিয়ে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। কারণটা জানলে অবাক হবেন।ঠিক কী হয়েছিল?
প্রত্যক্ষদর্শী এবং প্রণবের সহ–ক্রিকেটাররা জানিয়েছে, কল্যাণের সুভাষ ময়দানে প্রণব ও তার সহ–ক্রিকেটাররা প্রতি দিনের মতোই বিকেলে অনুশীলন করছিলেন। অনুশীলন শেষে তারা শরীরচর্চার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অভিযোগ, সেই সময় দুই পুলিশকর্মী, যাঁদের মধ্যে এক জন সাব–ইন্সপেক্টরও ছিলেন, তাদের সেখান থেকে চলে যেতে বলে। প্রণবের দাবি, সে ওই পুলিশকর্মীদের বলে শরীরচর্চা শেষ হলেই চলে যাবে।
এই কথা শুনেই পুলিশকর্মীরা রেগে গিয়ে প্রথমে গালিগালাজ করে, তার পর চড় কষায়। ছেলেকে মারতে দেখে প্রণবের বাবা প্রশান্তবাবু ছুটে এসে প্রতিবাদ করেন। তখন বাবা–ছেলে দু’জনকেই জোর করে জিপে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। প্রণবের অভিযোগ, যেতে যেতে পুলিশকর্মীরা হুমকি দেন থানায় নিয়ে গিয়ে বাপ–ছেলেকে ভাল করে শিক্ষা দিতে হবে। থানায় নিয়ে গিয়েও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানিয়েছেন প্রণবের বাবা।
কেন এ রকম করা হল?
জানা গিয়েছে, ওই সুভাষ ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের হেলিকপ্টার নামার কথা ছিল। কল্যাণ ও ভিবন্ডিতে দু’টি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে আসবেন বলে সুভাষ ময়দানে হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হয়। সেই ময়দানের ভিতরেই পাশের একটি জায়গায় প্রণবরা অনুশীলন করছিলেন। শরীরচর্চার পর তারা চলে যেতেন বলে জানিয়েছে প্রণব।
পুলিশের দাবি, প্রণব ও তার সহ–খেলোয়াড়দের বিষয়টি জানিয়ে মাঠ ছাড়তে বলা হলে তাদের কাছে এ ব্যাপারে অনুমতি আছে কিনা জানতে চায়। সে কারণেই তাকে থানায় তুলে নিয়ে আসা হয়। সতর্ক করে পরে ছেড়েও দেওয়া হয় তাকে।তবে যাঁর আসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, সেই কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকরই এই সফর বাতিল করেন। তবে ঘটনাটি তাঁর কানে পৌঁছয়। তিনি অবশ্য এ ব্যাপারে প্রণবদের পাশেই দাঁড়ান।