সোসাইটিনিউজ ডেস্ক: কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষ হলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব ২০১৬।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে সংগীত ও নৃত্যকলা বিভাগ পরিবেশন করে লোকগান এবং মৈমনসিংহ গীতিকা অবলম্বনে সোনাই মাধব নৃত্যনাট্য। উৎসবের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ দেশের গান পরিবেশন করে।
শুক্রবার বিজয় দিবসের সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীত বিভাগের চেয়ারপার্সন লীনা তাপসীর নেতৃত্বে ২৫ জন শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উৎসব শেষে প্রতিনিধিদল আগামীকাল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।