প্রেসিডেন্ট হতে চান বান কি মুন

শিগগিরই নিজ দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামার ইঙ্গিত দিয়েছেন বিদায়ী জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
নিউইয়র্কে জাতিসংঘের হেডকোয়ার্টারে গত শুক্রবার তার শেষ সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, ৩১ ডিসেম্বরের পর কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি দক্ষিণ কোরিয়ায় ফিরে যাবেন। তখন ভাববেন, নিজের দেশকে কীভাবে সবচেয়ে ভালোভাবে সাহায্য করা যায়।

বিশ্বের শীর্ষ কূটনৈতিক পদ জাতিসংঘের মহাসচিব হিসেবে দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে ৩১ ডিসেম্বর বিদায় নিচ্ছেন মুন। দক্ষিণ কোরিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০১৭ সালের ডিসেম্বরে। সূত্র :বিবিসি।

LEAVE A REPLY