নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সংলাপ আজ রবিবার শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে পাঁচটি রাজনৈতিক দলকে রাষ্ট্রপতি সংলাপে ডেকেছেন। আজ বিকাল চারটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সংলাপে অংশ নেবে।
দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দলের তালিকা প্রথমে বঙ্গভবনে পাঠানো হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়। পরে বিএনপি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, তরিকুল ইসলাম এবং মির্জা আব্বাসের নাম প্রতিনিধি দলে অন্তর্ভুক্তির জন্য বঙ্গভবনে পাঠিয়েছে।
বিএনপির সাথে সংলাপের পর ২০ ডিসেম্বর জাতীয় পার্টি (জাপা), ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। বাকি নিবন্ধিত দলগুলোকে পর্যায়ক্রমে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। তবে নির্বাচন কমিশনে অনিবন্ধিত জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি ও মুসলিম লীগের মত কোনো রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।
নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে অতীতের মত রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নেন। বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগেও তত্কালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেন। সংলাপ শেষে একটি সার্চ কমিটি গঠন করা হয়। ওই সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কাজী রাকিবউদ্দিন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে।
এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে ইসি পুনর্গঠন প্রশ্নে সংলাপের উদ্যোগ নেন। প্রথম পর্যায়ে সংলাপে অংশ নিতে বঙ্গভবনের আমন্ত্রণপত্র ইতোমধ্যে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদে দেশের মহামান্য রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনার নিয়োগের বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে। যেহেতু নির্বাচন কমিশনের মেয়াদ শিগগিরই উত্তীর্ণ হচ্ছে, সেহেতু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ সাপেক্ষে নির্বাচন কমিশন গঠনে মাহামান্য রাষ্ট্রপতি আগ্রহ ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর, বিকাল ৪.৩০টায় বঙ্গভবনে মাহামান্য রাষ্ট্রপতি আপনার দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।’ বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির এই সংলাপের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।