সাদ্দামই ছিলেন ইরাকের উপযুক্ত শাসক

আন্তর্জাতিক ডেস্ক:
রাকযুদ্ধে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর সাদ্দাম হোসেন বলেছিলেন, ইরাকে নিশ্চিতভাবেই ব্যর্থ হবে মার্কিনিরা।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা জন নিক্সন চলতি মাসে তার প্রকাশিতব্য একটি বইয়ে এ দাবি করেছেন।

নিক্সনের ওই নতুন বইয়ের নাম ডিব্রিফিং দ্য প্রেসিডেন্ট : দ্য ইন্টারগেশন অব সাদ্দাম হোসেন। শুক্রবার টাইম সাময়ীকিতে ওই বইটির একটি বিষয়-বিবরণী ছাপা হয়েছে। সেখানে নিক্সন এসব কথা বলেন। তার দাবি, ২০০৩ সালে ইরাকে হামলা চালানো উচিত হয়নি- এমন বক্তব্যের সঙ্গে একমত যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ওয়াশিংটন পোস্টের। ৯ মাস গা-ঢাকা দিয়ে থাকার পর ২০০৩ সালে মার্কিন সেনাদের অভিযানে ধরা পড়েন সাদ্দাম।

এরপর ২০০৬ সালের ৩০ ডিসেম্বর তার ফাঁসি হয়। সে সময় সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করেছিলেন নিক্সন। নিক্সন তার বইয়ে
লিখেছেন, যখন তিনি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন সাদ্দাম তাকে বলেন, ‘ইরাকে তোমাদের পতন নিশ্চিত। তোমরা বুঝতে পারবে যে ইরাক শাসন করা এত সহজ নয়।

LEAVE A REPLY