বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সাহারা খাতুন এম.পি ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাহারা খাতুন বলেন, আজকের আইন ছাত্র পরিষদের নেতাকর্মীরাই আগামীতে আইনজীবী হবেন। তারাই দেশে নেতৃত্ব প্রদান করবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলবেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ।
প্রধান বক্তার বক্তব্যে খাদ্য মন্ত্রী বলেন, আইন ছাত্র পরিষদকে অন্যান্য সংগঠনের সাথে তুলনা করলে চলবে না । এই সংগঠন থেকে সবাই আইন অঙ্গনে যুক্ত হবেন । ভাল এডভোকেট হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বিদায়ী সভাপতি বিপ্লব হাসান পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবদুল্লাহ আবু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী মোঃ নজিবুল্লাহ হিরুসহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ ও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বিদায়ী সাধারণ সম্পাদক এস এম শাহীন আলম ।