‘জাতীয় ওষুধ নীতি-২০১৬’ খসড়া অনুমোদন

জাতীয় ওষুধ নীতি-২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, নিম্নমান এবং ভেজাল ওষুধ বিতরণ ও সংরক্ষণ রোধে জাতীয় ওষুধ নীতি-২০১৬ এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY