ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজাকার কমান্ডার আব্দুল মান্নানের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের করিমগঞ্জের রাজাকার কমান্ডার আব্দুল মান্নান (গাজী মান্নান) মারা গেছেন।

সোমবার ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পলাতক থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নানের বড় ছেলে আজিজুল হক লিটন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছসি
উল্লেখ্য, গত বছর ২২ ফেব্রুয়ারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আব্দুল মান্নানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই বছরের ৩ মে ট্রাইব্যুনাল ফাঁসির দন্ডাদেশ দেন। ২০১৫ সালে তার বিরুদ্ধে গেরফতারি পরোয়ানা জারির পর থেকেই তিনি পলাতক ছিলেন।

LEAVE A REPLY