সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় টহলরত পুলিশের পিকআপ খাদে পড়ে এক উপপরিদর্শক (এসআই) সহ চার কনস্টেবল আহত হয়েছেন।
সোমবার ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ষোলমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই আশফাকুর, গাড়ী চালক রফিকুল, কনস্টেবল গফুর ও শফিকুল।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোরে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পদ্মশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস রায়গঞ্জের ষোলমাইল এলাকায় টহলরত পুলিশের পিকআপকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুই টুকরো হয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় পিকআপের চালক রফিকুল ও এসআই আশফাকসহ আরও দুই কনস্টেবল আহত হন। এদের মধ্যে কনস্টেবল গফুর ও শফিকুলের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।