ডেমরার টেংরা মা মেমোরিয়াল স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে ইয়াবা তৈরীর বিপুল পরিমাণ কাঁচামালসহ মেশিন, প্রয়োজনীয় সরঞ্জামাদি ও এক হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে বাড়ির মালিক নাসির আহম্মেদকে (৫৫)।
মঙ্গলবার বেলা সোয়া ১১টায় ডিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আটক নাসির ভোলার সদর থানার ওয়েস্টার্নপাড়ার গ্রামের মৃত আহম্মদ আলী হাওলাদারের ছেলে।
ডেমরা ফাঁড়ির এএসআই আরিফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ইয়াবা কারখানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ইয়াবা তৈরীর হ্যান্ডমেশিন, ডাইস, ১টি হিট মেশিন, ১টি অদ্রতা রোধক মেশিন, প্রায় ২৭ কেজি ইয়াবা তৈরীর পাউডার ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক করা হয় ইয়াবা কারখানার মালিক নাসিরকে।
তিনি জানান, এ বিষয়ে ডেমরা থানায় সোমবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।