অবশেষে জাতীয় দলে ফিরছেন মুস্তাফিজুর রহমান। ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্টে সারের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন মুস্তাফিজ। এরপরই ইনজুরি কবলে পড়ে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন কাটার মাস্টার।
নিউজিল্যান্ড সফরের দলে থাকলেও অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন না তিনি। মুলত তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এই পেসার।
আর এই কারণেই নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছে তাকে। সেই সাথে প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের দলেও রয়েছেন মুস্তাফিজ।
১৫ সদস্যের দলে নতুন মুখ বলতে মেহেদী হাসান মিরাজ, পেসার শুভাশিষ রায় ও স্পিনার তানভীর হায়দার। প্রথম ওয়ানডের দলে জায়গা পাননি পেসার কামরুল ইসলাম রাব্বি।
প্রস্তুতি ম্যাচের দলে ভালো করলে প্রথম ওয়ানডেতেও দেখা যেতে পারেন তিন ডেবুটেন্টকে। ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।
ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় ও তানভীর হায়দার।