স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজনিউজিল্যান্ডে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।
এর আগে আগামী ২২ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে মোকাবিলা করবে টাইগাররা।
আগামী বৃহস্পতিবার ওয়াঙ্গারেইয়ের কোবহাম ওভালে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড একাদশ। এ ম্যাচের জন্যই মঙ্গলবার দল ঘোষণা করেছে স্বাগতিক দল। কেন্টারবুরি ব্যাটসম্যান কোল ম্যাককনচি হচ্ছেন অধিনায়ক।
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের কয়েকটি বড় নাম যুক্ত হয়েছে। নর্দার্ন ডিস্ট্রিক্টসের ভারত পোপলি, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের স্পিনার অজিত প্যাটেল ও অকল্যান্ডের তরুণ ব্যাটসম্যান বেন হর্ন এ ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন।
নিউজিল্যান্ড একাদশ: রায়ান ডাফি, বেন স্মিথ, ভারত পোপলি, কেন ম্যাকক্লার, কোল ম্যাককনচি, বেন হর্ন, শন হিকস, হেনরি শিপলি, ম্যাট ম্যাকইউয়ান, ব্রেট হ্যাম্পটন, আজাজ প্যাটেল ও ইয়ান ম্যাকপিক। সূত্র- বিডিক্রিকটিম