বাংলাদেশ থেকে বেশ কিছু সাইটে ঢুকতে সমস্যা হচ্ছে

শুধু গুগল ডটকম ডটবিডি নয়, বাংলাদেশ থেকে আরও বেশি কিছু সাইটে ঢুকতে সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা একটি বড় ধরনের ধাক্কা। ভালো রকমের ‘অ্যাফেকটেড’ হয়েছে বেশ কিছু সাইট।

আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের অনেকেই গুগল ডটকম ডটবিডি সাইট ব্যবহার করতে পারছেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিষয়টি অনেকেই উল্লেখ করেছেন। কেউ কেউ ‘হ্যাক’ হওয়ার কথা বলছেন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন সূত্র বলছে, কিছু সমস্যা তারা দেখতে পেয়েছে। এই সমস্যাটিকে কারিগরি ভাষায় বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত, ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়েছে। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছে না, তা রিডিরেক্ট হয়ে যাচ্ছে।

‘ডিএনএস ক্যাশ পয়জনিং’ হচ্ছে ডিএনএসে একধরনের আক্রমণ, যাতে ইন্টারনেট ট্রাফিক ভুয়া সাইটে চলে যায়।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিষয়টি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেখে। তারা ভালো বলতে পারবে।

বিটিসিএলের জনসংযোগ বিভাগের পরিচালক মীর মো. মোরশেদ সাংবাদিকদের বলেন, কিছুটা সমস্যা হয়েছিল। সেটি বিটিসিএলের কারিগরি দল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিল। বেলা দুইটার পর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না।

LEAVE A REPLY