মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আমলী আদালতের বিচারক বিল্লাল হোসেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, ১৯৭৪ সালে ত্রিশালের মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে হত্যা মামলায় আদালত তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করে।