৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হবে। শিগগিরই এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।
মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৩০ সেপ্টেম্বর এ পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। এখন তাদের লিখিত পরীক্ষা হবে।