বড়দিন উদযাপন উপলক্ষে বাংলাদেশের খ্রীষ্টানদের পক্ষ থেকে নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসিকে সংবর্ধনা দেয়া হবে।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় কৃষিবিদ ইনস্টিনিউশন বাংলাদেশ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের কাথলিক খ্রীষ্টান মন্ডলীর প্রধান পোপ ফ্রান্সিস গত ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিওকে কার্ডিনাল হিসেবে নিয়োগ দেন। তিনিই বিশ্বের প্রথম বাঙ্গালী ধর্মযাজক যিনি ধর্মীয় এত বড় পদ লাভ করেছেন।
কার্ডিনালদের বলা হয় ভাটিকান রাষ্ট্রের ‘রাজপুত্র’। কারণ কার্ডিনালদের মধ্য থেকেই ১.২ বিলিয়ন কাথলিক খ্রীষ্টান ধর্মীয় প্রধান পোপ নির্বাচিত হন। কার্ডিনালগণই পোপ নির্বাচন করেন। ভাটিকান রাষ্ট্রের আইন অনুযায়ী, যে সব কার্ডিনালের বয়স ৮০বছর পূর্ণ হয়নি শুধু তারাই নতুন পোপ নির্বাচনে ভোট প্রদান করতে পারেন। কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও আগামীতে নতুন পোপ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। এমন কি তিনি পোপ নির্বাচিত হবার একজন প্রার্থীও হতে পারবেন। বর্তমানে তাঁর ৭৩ বছর ৩মাস চলছে।