জাবির ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

তহিদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, জাবি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের ৪৫ তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ৩৯ ও ৪০ তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভাগীয় সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, বিভাগের দেওয়া বিদ্যা কাজে লাগিয়ে বিদায়ী শিক্ষার্থীরা সেবার মাধ্যমে  দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুল দিয়ে ৪৫ তম আবর্তনের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ৪০তম আবর্তন ও ৩৯তম আবর্তনের শিক্ষার্থীদেরকে বিদায় জানানো হয়।
15672890_1745040892482828_2303723788740699411_n
অনুষ্ঠানের শেষে পর্যায়ে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মো. তাইবুল হাসান খান সহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY