ছাত্র বিক্ষোভের মুখে খুলল শাবিপ্রবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার একদিন পর ছাত্র বিক্ষোভের মুখে খুলে দেওয়া হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে সমকালকে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষা চলবে।

কবির হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। বন্ধ ঘোষিত ছাত্র হল রোববার খুলে দেওয়া হবে। ছাত্রদের পরিচয়পত্র দেখিয়ে ওইদিন হলে প্রবেশ করতে হবে।

এদিকে, ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিয়েছেন। বুধবার বেলা ২টা থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ উপাচার্য আমিনুল হক ভুঁইয়া তার বাসভবনে ফিরে গেছেন।

সোমবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির পর মঙ্গলবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বুধবার বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ‌্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

LEAVE A REPLY