ড্যাব ছাড়াই উৎসবমুখর বিএমএ‌ নির্বাচন চলছে

রাজধানীর তোপখানাসহ সারা‌দে‌শে উৎসবমুখর প‌রি‌বে‌শে বাংলা‌দেশ ‌মে‌ডি‌কেল অ্যাসো‌সি‌য়েশনের (বিএমএ) নির্বাচন চল‌ছে। ‌সকাল ৮টা থে‌কে ভোট গ্রহণ শুরু হয়, চল‌বে বি‌কেল ৫টা পর্যন্ত।
নির্বাচ‌নে ড্যাব অংশ না নেয়ায় স্বা‌চিপ ম‌নোনীত ডা. জালাল-দুলাল প‌রিষ‌দের বিজয় এখন সম‌য়ের ব্যাপার ব‌লে ম‌নে কর‌ছেন সাধারণ চি‌কিৎসকরা।

bma-2

সরেজ‌মিন প‌রিদর্শনকা‌লে‌ তোপখানা ভোট‌কেন্দ্রের চারপা‌শে শুধুমাত্র জালাল-দুলাল প‌রিষ‌দের প্রার্থীদের প‌ক্ষেই ভোট চাইতে দেখা যায়।

এদিকে, নির্বাচনের কারণে পল্টন মোড় থেকে সার্ক পোয়ারা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। যার ফলে গাড়িগুলো এই পথে একমুখঈ চলাচল করছে। ফলে সকাল বেলা কর্মমূখী মানুষদের দূর্ভোগ পোহাতে হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় স্বাভাবিক অবস্থা চলে আসে।

LEAVE A REPLY