লেগুনা মালিক সমিতি ও লোকাল বাস মালিক সমিতির মধ্যে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন লোকাল বাস মালিক সমিতির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আশুগঞ্জ গোলচত্তর এলাকায় অবরোধ সৃষ্টি করেন বিক্ষুব্ধরা। এর ফলে মহাসড়কের দু’পাশে যানবাহন আটকে তীব্র যানজট সৃষ্টি হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, লেগুনা মালিক ও লোকাল বাস মালিক সমিতির লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে লোকাল বাস মালিক সমিতির লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস মালিক সমিতির লোকজনের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।