ভোট শেষে আপনারা আইসক্রিম খাবেন ইনশাল্লাহ

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান বলেছেন, আর মাত্র এক ঘণ্টা পর ভোটগ্রহণ শেষ হবে। ফলাফল আশানুরূপই হবে। আপনারা আইসক্রিম খাবেন ইনশাল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে ভোট প্রদান শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নির্বাচনের ফল কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা এই নির্বাচনকে একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ কোন কথা বলতে না পারে। আমেরিকার নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। তবে আশা করি এই নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উঠবে না।

নাম উল্লেখ না করে শামীম ওসমান আরও বলেন, দু’একটি মিডিয়া এ নির্বাচনকে ইস্যু বানানোর চেষ্টা করেছে। পায়ের নিচে মাটি নেই এমন কিছু মানুষ আমাদের প্রার্থীকে বিপথগামী করার চেষ্টা করেছে। তাদের চেষ্টা সফল হয়নি।

LEAVE A REPLY