মোস্তাফিজের কাটার একশান চলছে

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দলে ফিরেই বল হাতে আগুন ঝরালেন বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে নিয়েছেন ১ উইকেট।

ইনজুরির কারণে প্রায় পাঁচ মাস পর মাঠে নামলেন এ বামহাতি পেসার। বল হাতে ফিরেই রায়ান ডাফিকে মুশফিকের তালুবন্দি করেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ।

এর আগে ঘরের মাঠে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন বিস্ময় এ বোলার। তবে সুস্থ হয়ে নিউজিল্যান্ড সফরের দলে জায়গা করে নিয়েছেন তিনি।

LEAVE A REPLY