একটি টুথব্রাশ পুরনো হলে ফেলে দেই আমরা । কিন্তু দাঁত মাজা ছাড়াও আরও অনেক কাজ করা যেতে পারে এটা দিয়ে। আসুন এবার না ফেলে একে আবারে অন্য কাজে লাগাই।
কিছু কাজ সম্পর্কে ধারণাও রয়েছে আমাদের। এখানে ৮ ধরনের কাজের কথা বল হলো যা বাতিল টুথব্রাশ দিয়ে অনায়াসে করা যায়।
- জুতোয় লেগে থাকা ধুলো ও মাটি পরিষ্কার করা যায়।
- কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডের ফাঁকে ধুলো জমতে বেশি সময় লাগে না। ব্রাশ দিয়ে এসব ময়লা চমৎকার পরিষ্কার করা যায়।
- কাপড়ে দাগ পড়লে তা ঘষে তোলার জন্য টুথব্রাশ ব্যবহার করতে পারেন। সাবান বা ডিটারজেন্টের ব্যবহারের ব্রাশ দিয়ে ময়লার স্থানটি ঘষুন।
- বেসিন বা কিচেন সিঙ্কের ট্যাপেও ময়লা জমে। ভিনেগার দিয়ে এসব ময়লা খুব সহজে পরিষ্কার করা যায়। কাজটি উপভোগ্য হয়ে ওঠে যদি বাতিল ব্রাশ ব্যবহার করেন।
- অলংকারগুলোও পরিষ্কারের কাজে টুথব্রাশ ব্যবহার করতে পারেন।
- ঠোঁটের মৃত ত্বক তোলার কাজে টুথব্রাশই কাজের জিনিস। গোটা ঠোঁটে ব্রাশ ঘষে পরিষ্কার করে ফেলুন।
- রুনির ফাঁকে চুলের ময়লা পরিষ্কারের কাজে দারুণ এক জিনিস টুথব্রাশ।
- রান্নাঘরের টাইলস পরিষ্কার করতে পারেন টুথব্রাশ দিয়ে। এর ব্যবহারের আনাচে-কানাচে থেকে ময়লা তুলে আনা সম্ভব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া