নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে সদ্য বিজয়ী হওয়া মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন।
মোট ১৭৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে আইভী পান ১লাখ ৭৪হাজার ৬০২ ভোট আর সাখাওয়াত পান ৯৬ হাজার ৭০০ ভোট।
এনিয়ে পরপর দু’বার মেয়র নির্বাচিত হলেন আইভী। গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াত আইভী