বড়দিনের আগেই জ্যামাইকান গতিদানবের নতুন চমক! এবার বড়দিন উপলক্ষে নিজেকেই নিজেকে বিলাসবহুল গাড়ি ‘গিফট’ করলেন বোল্ট! তার এই নতুন জিপ অলিভ সবুজ রংয়ের। তবে সিটগুলো জ্যামাইকার পতাকার রংয়ে।
এই বিশেষ জিপটির দাম ৪ কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩২ কোটি ৫৬ লাখ ৮১ হাজার টাকা)! গাড়ির দাম শুনে চোখ কপালে ওঠাই স্বাভাবিক!
এর আগে বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদারের এ র কম বিশেষ ধরনের গাড়ি ছিল। এবার বোল্টেরও ওই গাড়ি হলো। ক্রিসমাসের আগে এমন বিশেষ গাড়ি পেয়ে নিশ্চিতভাবেই খুশি বোল্ট। জ্যামাইকার এই কিংবদন্তি বরাবরই আনন্দ ফুর্তি করতে ভালোবাসেন। অলিম্পিকে পদক জেতার পরে রাতভোর একটি পার্টিতে বোল্টকে আনন্দে মাততে দেখা গিয়েছিল। এবার এই বিশেষ গাড়ি নিয়েও যে বোল্ট খুশিতে মাতবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।