ভারত-পাকিস্তানকে আবারও সংলাপের আহ্বান বান কি মুনের

গত কয়েক মাস ধরে চলা বিরোধ দূর করতে পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন।বুধবার এক বিবৃতিতে বান কি মুন এই আহ্বান জানান বলে বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানান জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহানা হক।

১০ বছর দায়িত্ব পালনের পর চলতি মাসের শেষে জাতিসংঘের মহাসচিব পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বান কি মুন তার বিবৃতিতে দুই প্রতিবেশী দেশকে সংলাপের মাধ্যমে বিরোধ দূর করতে উৎসাহিত করেছেন। পাক-ভারত বিরোধের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান খুবই সংগতিপূর্ণ। পাক-ভারত বিরোধ নিয়ে গত মাসেও বান কি মুন উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি’তে উত্তেজনা বৃদ্ধির প্রতি বান কি মুন উদ্বেগের সঙ্গে নজর রাখছেন।

 

LEAVE A REPLY