নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জেট ব্লু ফ্রাইটে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকে দেখে বাজে মন্তব্য করায় বিমান থেকে নামিয়ে দেয়া হয় ড্যান গোল্ডস্টাইন নামে এক সমকামী দম্পতিকে।বিনোদন সংক্রান্ত একটি মার্কিন ওয়েবসাইট সূত্রে এই খবর জানা যায়।
ইভাঙ্কাকে ওই বিমানে দেখে বেজায় চটে গিয়েছিলেন ড্যান। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘তোমার বাবা দেশটাকে ধ্বংস করছে’।ব্রুকলিনের বাসিন্দা ড্যান পেশায় আইনজীবী। সমকামী দম্পতি ড্যান ও ম্যাথু ল্যাসনার তাঁদের সন্তানকে নিয়ে উঠেছিলেন জেটব্লু–র বিমানে।
বৃহস্পতিবার সকালে সান ফ্রান্সিসকোগামী ওই বিমানে চেপে বসেছিলেন সদ্য নির্বাচিত ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন সাইটটির দাবি, ইভাঙ্কার উদ্দেশে ড্যান সরাসরি বলে বসেন, ‘‘তোমার বাবা দেশটাকে ধ্বংস করছে! উনি এই বিমানে কেন? তার ব্যক্তিগত বিমান নেই?’’
বিমানে ছিলেন ইভাঙ্কার স্বামী জারেড কুশনার ও তাদের সন্তানেরা। তবে এ সবের মধ্যে অবিচলিত ছিলেন ইভাঙ্কা। ড্যানের এমন বাক্যবাণের মুখে পড়লেও উত্তেজিত হতে দেখা যায়নি তাকে। তিনি বিষয়টিকে পাত্তা না দিয়ে নিজের ছেলেমেয়েদের নিয়ে রং করানোয় মন দেন। বিমানে হাজির ছিলেন সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা। কিন্তু তারাও ইভাঙ্কার নির্দেশে বিষয়টিতে জড়িয়ে পড়েননি।
বিমান কর্তৃপক্ষই ওই যাত্রীকে তড়িঘড়ি নামানোর ব্যবস্থা করেন। তাতেও থামানো যায়নি ড্যানকে। তিনি তখনও বলে যান, ‘‘নিজের মতপ্রকাশের জন্য আমায় বিমান থেকে নামিয়ে দিচ্ছেন?’’
পরে ড্যানের স্বামী ল্যাসনার টুইটারে দাবি করেন, ‘‘ড্যান যথেষ্ট শান্ত ভাবেই কথা বলছিল। জেটব্লু–র লোকজন শুনতে পেয়ে আমাদের নামিয়ে দিল।”তাদের অবশ্য পরের বিমানে ওঠার ব্যবস্থা করে দেন বিমান কর্তৃপক্ষ।