আল জাজিরার নিউজ প্রডিউসারকে গ্রেফতার করেছে মিশর কর্তৃপক্ষ। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ সিসির সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা। খবর আল জাজিরার।
শুক্রবার কায়রোর বাসা থেকে মাহমুদ হোসাইন নামের ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়।
আল জাজিরা কর্তৃপক্ষ ওই তার মুক্তি চেয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে গ্রেফতার ওই সাংবাদিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সাংবাদিক মাহমুদ হোসাইল রাজধানী দোহায় বসবাস করেন। এর আগে তিনি ২০১৩ সালে বন্ধ হয়ে যাওয়া আল জাজিরার অফিসে কাজ করতেন।
ছুটি কাটাতে মিশর যাওয়া ওই সাংবাদিক কায়রোর এয়ারপোর্টে বৃহস্পতিবার সেখানে পৌঁছানোর পর ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীরা ওই সাংবাদিকের সঙ্গে তার দুই ভাইকেও গ্রেফতার করে।
উল্লেখ্য, গত কয়েকবছরে মিশর কর্তৃপক্ষ আলজাজিরায় কর্মরত এমন অনেক সাংবাদিককে গ্রেফতার করেছে।