কক্সবাজারের টেকনাফের নাফ নদীর একটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বহনকারী আরও তিনটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
আজ শনিবার ভোর রাতে নাফ নদীর হ্নীলা পয়েন্ট দিয়ে এসব নৌকা ফেরত পাঠানো হয়।
টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে বেশ কয়েকটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে তিনটি নৌকা মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেয়।
এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ রোহিঙ্গা ছিল বলে উল্লেখ করেন তিনি।