লালমনিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারী আমিনুর রহমান (৩০) মারা গেছেন।

আজ মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমিনুর রহমান উপজেলার সিঙ্গিমারী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে উপজেলার দীঘিরহাট এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আমিনুরকে উদ্ধার করে স্থানীয় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু মোটরসাইকেলের ধাক্কায় আহত আমিনুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY