উন্নয়ন ভাবনায় পরিবেশকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন দেশের পরিবেশবাদীরা। তারা বলছেন, যেকোনো দেশের উন্নয়ন চিন্তা করতে হলে প্রথমে সে দেশের পরিবেশকে গুরুত্ব দিতে হবে।
শনিবার সকালে রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদে ১০টি পরিবেশবাদী সংগঠন আয়োজিত বিজয় পরিবেশ মেলায় ‘পরিবেশ উন্নয়নে আমাদের ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।
উৎসব শুরুর আগে দূষণমুক্ত বাহন হিসেবে রাস্তায় সাইকেলকে প্রাধান্য দিতে বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়। র্যালিটি পল্লীমা সংসদ হতে শুরু হয়ে খিলগাঁও ফ্লাইওভার ও বিশ্বরোড় হয়ে পল্লীমা সংসদে এসে শেষ হয়। র্যালি শেষে সংগঠনসগুলোর নিজস্ব পরিবেশ সম্পর্কিত ভাবনা উপস্থাপন করা হয়। সেমিনারে বক্তারা পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজে পরিবেশের উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, আজ দেশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে। এই পরিবেশকে রক্ষা করতে হবে। উন্নয়ন ও পরিবেশকে একসঙ্গেই পরিচালনা করতে হবে। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা যাবে না। গ্রিনহাউজ আক্রমণ থেকে আমাদের রক্ষা করতে হবে।
পল্লীমা গ্রিনের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআইডব্লিউটিএর সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা মু. হাফিজুর রহমান ময়না, বারসিকের সমন্বয়কারী গবেষক পাভেল পার্থ, ডাব্লিউবিবির প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন, পল্লীমা সংসদের সভাপতি প্রকৌশলী হাফিজুর রহমান হাফিজ, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমেদ প্রমুখ।
মেলায় প্রাণ ও প্রকৃতির ডকুমেন্টারি ও ২ শতাধিক বিরল প্রজাতির ধানবীজ প্রদর্শনী, পরিবেশ স্টল, কুইজ, শিশুদের বৃক্ষ চেনা প্রতিযোগিতা ও পরিবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে সন্ধ্যা পর্যন্ত।
বিজয় পরিবেশ মেলার আয়োজক সংগঠনগুলো হচ্ছে, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পল্লীমা গ্রিন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিউবিবি), বারসিক, পরিবেশ উন্নয়ন সোসাইটি, বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্ট (বিজিআরএম), বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, ঐতিহ্যবাহী খাদ্য সংরক্ষণ কমিটি এবং ইয়ুথ সান।