জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর এবং সৈয়দপুর থেকে খুলনা গামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে তল্লাশি চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ২ হাজার ২০০ পিস ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমাণ শাড়ি কাপড় আসছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকা থেকে মালিকানাহীন একটি মিনি ট্রাক আটক করা হয়। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬০০ পিস ভারতীয় শাড়ি-কাপড় আটক করা হয়।
এছাড়া রেলস্টেশনে সৈয়দপুর থেকে খুলনা গামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে তল্লাশি চালিয়ে ৬৩৩ পিস ভারতীয় শাড়ি-কাপড় আটক করা হয়। আটক এসব শাড়ি কাপড়ের মূল্য ১ কেটি ১ লাখ ৫৫ হাজার টাকা। আটক মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।