মাশরাফির ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ

নেপিয়ারের ম্যাকলিন পার্কে বুধবার ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও এমন শুরু হতাশই করেছে দর্শকদের।

তবে এই ম্যাচটিতে অন্যরকম একটা মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের রঙ্গিন পোষাকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ইতিহাসের প্রথম টি-টোয়েন্টিতে নিজের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেললেন টাইগার দলপতি।

অবশ্য দলের মতো মাশরাফির জন্যও দিনটি আজ ভালো কাটেনি। দলের বিবর্ণ ব্যাটিংয়ে ব্যতিক্রম ছিলেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদই, ব্যাট হাতে করেছেন ৫২ রান। তাকে যোগ্য সঙ্গ দেয়া মোসাদ্দেক নামের পাশে যোগ করেছেন ২০ রান।

কিন্তু বাংলাদেশের ইনিংসের ১৫.৩ ওভারে মোসাদ্দেক বিদায় নেওয়ার পর উইকেটে এসে থিতু হতে পারেননি মাশরাফিও। ৩ বল খেলে ফিরেছেন ১ রান করে। বল হাতে ৩ ওভার বল করে ২২ রান দিয়ে দেখা পাননি কোনো উইকেটের। শেষ পর্যন্ত বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্যমাত্রা নিউজিল্যান্ড পেরিয়ে যায় ৬ উইকেট ও ২ ওভার হাতে রেখেই।

উল্লেখ্য, ৫০ টি-টোয়েন্টির ক্যারিয়ারে মাশরাফির উইকেট সংখ্যা ৩৮। ব্যাট হাতে রান ৩৬৭; সর্বোচ্চ-৩৬ রান।

LEAVE A REPLY