নাট্যাচার্য সেলিম আল দীনের পত্নীর প্রয়াণ

নিজস্ব প্রতিনিধি, জাবি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন অধ্যাপক ও নাট্যাচার্য সেলিম আল দীনের পত্নী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল মারা গেছেন। (ইন্নালিল্লাহি—-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেগমজাদী মেহেরুন্নেসা কিছুদিন পূর্বে অসুস্থ অবস্থায় হলি ফ্যামিলি হাসপাতালেই ভর্তি ছিলেন। মঙ্গলবার বাদ আসর জাবি উপাচার্য বাসভবন সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি অরুণাপল্লীতে তাকে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, তাঁর মৃত্যু প্রয়াত সেলিম আল দীনের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। সেলিম আল দীনের শিল্পচর্চা ও খ্যাতির প্রসারে তিনি নিরবে নিভৃতে প্রেরণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে। উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

বেগমজাদী মেহেরুন্নেসা ১৯৭৪ সালে নাট্যচার্য সেলিম আল দীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কর্মজীবনে তিনি জাবি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন।

LEAVE A REPLY