মাদ্রাসায় খাবার খেয়ে অসুস্থ অর্ধশত শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসায় খাবার খেয়ে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৩০ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সোলাইমান (১১), শাকিব (১২), আবু সাঈদ (১০), মহিউদ্দিন (১২), মোহনা আক্তার মুন্নি (১৩) ও সামিয়া আক্তার (১০)। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে ।

মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো আজ দুপুরে সব শিক্ষার্থী ছোট মাছ ও ডাল দিয়ে ভাত খাওয়া শুরু করলে হঠাৎ করে ওই ছয় শিক্ষার্থী বমি করতে শুরু করে। পরে একে একে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তখন খাওয়া বন্ধ করে দেওয়া হয়।

আলাউদ্দিন আরো জানান, ধারণা করা হচ্ছে ডালের ভেতর কোনো সমস্যা থাকায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মইনুল হক খান জানান, শিশু শিক্ষার্থীরা খাবার খেয়ে অসুস্থ হয়েছে। তাদের স্টমাক ওয়াস করে ভর্তি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY