মাদারীপুরে যাত্রীবাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ১০ জন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মলাই ফরাজীর ছেলে বায়েজিত ফরাজী (১২), দক্ষিন কাউখরি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে হাসান মাতুব্বর (১১) ও উত্তর কাউখরি গ্রামের হারুন মাতুব্বর ছেলে শিপন মাতুব্বর।
মাদারীপুর সদর মডেল থানার এসআই শ্যামল ঘোষ জানান, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিববহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে প্রথমে ধাক্কা লাগলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি একটি গাছের সাথে ধাক্কা লাগে।

অপর দিকে নসিমনটি দুমরে-মুচরে যায়। দুর্ঘটনাস্থলে নসিমনের ৩ যাত্রী নিহত ও বাসের ১০ যাত্রী আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকলে পরে স্বাভাবিক হয়।

LEAVE A REPLY